Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Awareness Programme in Millat academy school, Kamalnagar
Details

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার মিল্লাত একাডেমী উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরন প্রকল্পের আওতায় বিশ্ব নিরাপদ খাদ্য দিবস উপলক্ষ্যে সচেতনতামূলক আলোচনা সভা ও র‍্যালী আয়োজন করা হয় । উক্ত আলোচনা সভা ও র‍্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত স্কুলের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ সাখাওয়াত।

উক্ত অনুষ্ঠানের সভাপ্রতিত্ব করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ইয়াছিন। এছাড়া উক্ত প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব রিয়াজ উদ্দীন শিক্ষার্থীর মাঝে নিরাপদ খাদ্য বিষয়ক আলোচনা করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদেরকে নিরাপদ খাদ্য গ্রহনের বিষয়ে আলোকপাত করেন এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে স্কুলে এমন আরো বেশী সচেতনতামূলক কর্মসূচী গ্রহন করার আহবান জানান। তিনি শিক্ষার্থীদের ফুটপাথের অনিরাপদ খাবার ও জাঙ্ক ফুড সম্পর্কে সচেতন করেন।

 সভাপতি তার বক্তব্যে নিরাপদ খাদ্য বিষয়ক সার্বিক আলোচনা করেন, খাদ্য অনিরাপদ হবার পরিক্রমা, শৃংখলের বিভিন্ন পর্যায়ের দূষকসমূহ, বিভিন্ন ধরনের খাদ্য বিপত্তি, প্রচলিত খাবারের দূষন ও প্রচলিত কিছু ভুল ধারণার অপনোদন সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

পরবর্তীতে শিক্ষার্থীদের মাঝে নিরাপদ খাদ্য বিষয়ক কইজ প্রতিযোগীতার আয়োজন করা হয় এবং প্রথম ৫ জনকে পুরস্কৃত করা হয়।

আলোচনা সভা শেষ হবার পর স্কুল প্রাঙ্গণে সকল ক্লাসের শিক্ষার্থীদের সমন্বয়ে বর্নাঢ্য র‍্যালী আয়োজন করা হয়। আলোচনা সভা ও র‍্যালীতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন।

Attachments
Publish Date
22/08/2022
Archieve Date
30/06/2023