জেলা কার্যালয়ের উদ্দেগে কমলনগর উপজেলায় খাদ্যকর্মীগনের প্রশিক্ষন অনুষ্ঠিত।
Details
২০.০১.২০২২
জেলা কার্যালয় এর উদ্যেগে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার হোটেল-রেস্টুরেন্ট, বেকারি মালিক ও প্রায় ৪০ জন খাদ্যকর্মীদের নিয়ে কমলনগর উপজেলা রিসোর্স সেন্টার এ নিরাপদ খাদ্যের প্রাথমিক ধারনা শীর্ষক প্রশিক্ষন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।।
প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ কামরুজ্জামান, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক ডা. আবু তাহের। পুরো প্রোগ্রাম পরিচালনা ও নিরাপদ খাদ্য বিষয়ক মুল প্রবন্ধ উপস্থাপন করেন লক্ষ্মীপুর জেলার নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ইয়াছিন।।
এছাড়া কমলনগর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ রিয়াজ ও জেলা কার্যালয়ের নমুনা সংগ্রহ সহকারী সার্বিক সহযোগিতা প্রদান করেন।
প্রশিক্ষন শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরন করা হয়। লক্ষ্মীপুর জেলায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রশিক্ষন কার্যক্রম চলমান থাকবে।।।।