Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Sadar Upazila Tumchar Union yard meeting organized
Details

গত ৩১/০১/২০২৩ তারিখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, লক্ষ্মীপুর কর্তৃক সকলের জন্য খাদ্যের নিরাপদতা নিশ্চিতকরনের লক্ষে গৃহিনীদের সমন্বয়ে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক আয়োজন করা হয়।

উক্ত বৈঠকে নিরাপদ খাদ্য অফিসার জনাব মোহাম্মদ ইয়াছিন নিরাপদ খাদ্যের বিভিন্ন বিষায়বলী , খাদ্যের অনিরাপদ হবার পরিক্রমা , কিভাবে খাবারকে নিরাপদ করা যায় এবং নিরাপদতা নিশ্চিতে গৃহিনীদের ভূমিকা সর্ম্পকে আলোচনা করেন । আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন ব্রাকের এফ.ও নাজমা আক্তার এবং ইউনিয়ন পরিষদের ইউ.পি সদস্য জনাব হাছিনা আক্তার নয়না । উক্ত সভায় উপস্থাপনা করেন নমুনা সংগ্রহ সহকারী জনাব মোহাম্মদ আবু হানিফ।

এতে প্রায় পচিঁশ জন গৃহিনী উপস্থিত ছিলেন।

Attachments
Publish Date
31/01/2023
Archieve Date
01/04/2024