"সুস্বাস্থ্যের মূলনীতি, নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ম বারের মতো জাতীয় নিরাপদ খাদ্য দিবস -২০২২ এর আলোচনা সভা লক্ষ্মীপুর জেলার জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে আজ ২/২/২০২২ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ আনোয়ার হোছাইন আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লক্ষ্মীপুর এর সম্মানিত উপপরিচালক ড. মোঃ জাকির হোসেন। সভাপতিত্ব করেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর।
অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন লক্ষ্মীপুর জেলার নিরাপদ খাদ্য অফিসার জনাব মোহাম্মদ ইয়াছিন। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, খাদ্য ব্যবসায়ী, শিক্ষক সাংবাদিকসহ আরও অনেকে।