শিরোনাম
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক স্কুল সেমিনার
বিস্তারিত
নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক স্কুল সেমিনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নিরাপদ খাদ্য বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব মোহাম্মদ ইয়াছিন, জেলা নিরাপদ খাদ্য অফিসার, লক্ষ্মীপুর। সেমিনারে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মানিত উপপরিচালক ডাঃ আশফাকুর রহমান, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক জনাব মংখ্যাই, সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব উত্তম কুমার সাহা।
সেমিনারে শিক্ষার্থীদের জন্য নিরাপদ খাদ্য বিষয়ক কুইজ আয়োজন করা হয় এবং প্রোগ্রাম শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।