লক্ষ্মীপুর জেলার ভবানিগঞ্জ উপজেলায় গত ১৭ই মার্চ ২০২১ সালে জাতীয় শিশু দিবস উপলক্ষে ঝরে পড়া শিশুদের নিয়ে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে স্কুলের শিক্ষক , অভিভাবক ও প্রায় ৬০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুর জেলা নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ইয়াছিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচকগন শিশু দিবসের তাৎপর্য ও শিশুদের জন্য নিরাপদ খাদ্যের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের নিয়ে কেক কেটে দিবসটি উদযাপন করা হয় এবং তাদের মাঝে দুপুরের খাবার বিতরন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস