খাদ্য শিল্পে Safe Food Plan বাস্তবায়নকল্পে লক্ষ্মীপুর সদর উপজেলার বিসিক শিল্পনগরীতে অবস্হিত নেক্সট ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিঃ ও চৌধুরী সয়াবিন ও রাইস প্রসেসিং প্রতিষ্ঠানদ্বয় পরিদর্শন
বিস্তারিত
খাদ্য শিল্পে Safe Food Plan বাস্তবায়নকল্পে জেলা নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ইয়াছিন এর নেতৃত্বে গঠিত টীম কর্তৃক লক্ষ্মীপুর সদর উপজেলার বিসিক শিল্পনগরীতে অবস্হিত নেক্সট ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিঃ ও চৌধুরী সয়াবিন ও রাইস প্রসেসিং প্রতিষ্ঠানদ্বয় পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালীন খাদ্য শিল্প পরিদর্শনের মূল্যায়ন ছক পূরণসহ অবশ্যই পালনীয় বিষয়াবলী এবং প্রতিষ্ঠানটির বিভিন্ন কর্মকর্তা/ কর্মচারী ও শ্রমিকদের সংগে গুরুত্বপূর্ণ আলোচনাসহ নিরাপদ খাদ্য আইন,২০১৩ ও বিধিসমুহ প্রতিপালনের নিমিত্তে প্রয়োজনীয় দিক নির্দেশনা/ পরামর্শ প্রদান করা হয়।
মনিটরিং টিমে আরো উপস্থিত ছিলেন শিল্পনগরী কর্মকর্তা জনাব রাকিব উদ্দিন, লক্ষ্মীপুর সদরের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক তাজুল ইসলাম, নমুনা সংগ্রহ সহকারী ফারজানা আফরোজ ও অফিস সহায়ক মাহমুদুল হাসান।